আমরা যে সমস্ত নথি নোটারাইজ করি তার মধ্যে রয়েছে বাড়ির জিনিষপত্রের নিবন্ধীকরণ, জন্ম ও বিবাহ শংসাপত্র, একাকী পরিস্থিতির শংসাপত্র, বিবাহ-বিচ্ছেদ চুক্তি, কাজ দেওয়া সংক্রান্ত পত্র, ইস্তফা সংক্রান্ত শংসাপত্র, কর সংক্রান্ত রিপোর্ট, লাইসেন্স, সদস্যপদ শংসপত্র, পুলিশ রেকর্ড, ডিপ্লোমা, ছাত্র চিহ্নিতকরণ শংসাপত্র, হিসাব সংক্রান্ত শংসাপত্র, স্কুল রিপোর্ট, প্রভৃতি।